click here if you want to see your banner on this site

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Rabsul

Pages: [1]
1
বিটকয়েন গত ৩-৪ মাস যাবৎ বাড়তেই আছে। আজকে বিটকয়েনের দাম প্রায় ১১ হাজার ডলার যা গত প্রায় ১ বছরের মধ্যে সর্বচ্চ অবস্থানে। বিটকয়েনের উদ্ধগতি বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। অনেক বিশেযজ্ঞদের ধারণা অনুযায় এবছর জুন জুলাইতে ১০ হাজার ডলার যাওয়ার কথা ছিলো, দেখা যাচ্ছে তার আগেই ১১ হাজার ডলারের কাছাকাছি চলে গেছে। আপনাদের মতামত আশা করছি।

2
আমরা জানি রিপল ক্রিপ্টোমার্কেটে একটি অন্যতম শীর্ষ কয়েন। কয়েনমার্কেটে এখন রিপল ৩ নম্বর র‌্যাংকে আছে। গতকয়েক মাস আগে ইথারকে হটিয়ে ২য় র‌্যাংকে উঠে এসেছিলো। আপনি কি মনে করেন যে রিপল আবার ২য় র‌্যাংকে যেতে পারবে? আপনাদের সুন্দর গঠনমূলক মন্তব্য আশা করছি।


3
বিটকয়েন গত সপ্তাহে বেড়ে ৮৭০০ ডলার ছুঁয়েছিলো এবং আজকেও দেখলাম ৭৯০০ ডলারে নেমে গেছে। আমার মতে এটা কারেকশান। আপনি এটাকে কি কারেকশন বলবেন নাকি দরপতন বলবেন?

4
আমরা জানি অলটকয়েনটকেও বাংলা সাববোর্ড আছে এবং সেখানে বাংলা সাববোর্ড জনপ্রিয় এবং একটিভ আছে কিন্তু বিটকয়েনগার্ডেনে বাংলা সাববোর্ড নেই। এরপরেও অন্যান্য ভাষার মধ্যে বাংলা আছে কিন্তু এটা একটিভ না। মেম্বাররা বাংলাতে একটিভ নয়। কি কি পদক্ষেপ নিলে বাংলা লোকাল বোর্ড বা সাববোর্ড হবে এবং সবাই সক্রিয় থাকবে?

5
এটা অনেক সুসংবাদ যে বিটকয়েন আবারো ৭০০০ ডলারে ছুঁয়েছে। গত কয়েক মাস আগে বলেছিলাম এবছর জুন মাসের মধ্যে বিটকয়েন ৬৫০০ ডলার ছাড়িয়ে যাবে। জুন মাস আসার আগেই সেটা হিট করেছে। এখন বিটকয়েনের দাম ৮০০০ হলে মোটামুটি বিনিয়োগকারীদের মনে আবারো আশা সঞ্চার হবে। মাকেট ভালো হবে। আপনাদের কি মনে হয়?

6
ক্রিপ্টোকারেন্সি লেনদেনের কারণে বগুড়া গোয়েন্দা পুলিশ গতকাল ২৫ শে এপ্রিল ৩ জনকে গ্রেফতার করে। তারা ফেসবুকে দীঘদিন ডলার বাইসেলের পোস্ট করে আসতেছিলো। গোয়েন্দা সংস্থার নজরে পড়ার কারণে তাদেরকে আটক করা হয়। এজন্য যারা ফেসবুকে এমন কোন পোস্ট আর করবেন না এবং আগের কোন পোস্ট ডলার বা ক্রি্প্টো রিলেটেড থাকলে তা ডিলিট করে দিয়ে ম্যাসেঞ্জারে লেনদেন করতে পারেন। সবাই সতকতার সাথে লেনদেন করুন।

7
অনেকেই টুইটারে কাজ করেন বাউন্টির জন্য। যাদের ফলো করেন সবাই ফলো ব্যাক দেয়না, তাদেরকে পরে আনফলো করতে হয়। কিন্তু হাজার হাজার ফলোযারদের মধ্যথেকে চেক করে করে আনফলো করা খুবই কষ্টকর। তাই আপনাদের জন্য একটি সহজ পোস্ট করলাম । এটা পড়লে আপনি সহজেই টুইটার থেকে খুব সহজেই দিনে ১০০০ জনকে আনফলো করতে পারবেন মাত্র কয়েক মিনিটেই।

8
২০১৯ সালে ইথারের দাম কত ডলার  যেতে পারে বলে আপনার কাছে মনে হয়? আমার মনে হয় ৫০০ ডলার ছাড়িয়ে যাবে । আপনার মতামত ব্যক্ত করুন।

9
বর্তমানে অনেক ভালো ভালো বাউন্টি আসতেছে। মার্কেটও আগের চেয়ে তুলনামূলক স্টাবল। আপনাদের কি মনে হয়- বাউন্টির শুভ দিন আবারো সামনে আসতেছে?

10
Bengali Language / বিটকয়েন মাইনিং কি?
« on: December 26, 2018, 07:46:26 AM »
বিটকয়েন বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল আলোচিত একটি ডিজিটাল মুদ্রা। বিটকয়েন নাকি মাইন করা যায়। কোন বাংলাদেশী ভাই কি বিটকয়েন মাইন করেন? জানলে কেউ জানাবেন কিভাবে বিটকয়েন মাইন করতে হয়।

11
Crypto Discussion / Which coin do you like most?
« on: December 25, 2018, 04:02:03 PM »
There are more than 2000 coins including Bitcoin, Ethereum and others. Which coin is the best coin to you?

12
বহুদিন ধরে ক্রিপটো মার্কেটে টর্নেডো বয়ে গেছে। যার ফলশ্রুতিতে বিটকয়েন ২০ হাজার ডলার হতে ৩ হাজার ডলারে নেমে আসছিলো। আজকে ৪ হাজার এর আশে পাশে আছে। গত ৩ দিন ধরে মার্কেট গ্রিনট্রেন্ডে আছে। আপনাদের কি মনে হয় এইটা কি স্টাবল মার্কেটের লক্ষণ?

13
কতটি পোস্ট হলে কোন র‌্যাংক হয় এই ফোরামে তা আমার জানা্ নেই। আমি কয়েকটা বোর্ডে ঘুরছি কিন্তু পাইনি। তাই কারো জানা থাকলে দয়া করে জানালে উপকৃত হবো। ধন্যবাদ

14
আমরা জানি বিটকয়েনের জনক সাতোষি নাকামুতো। তিনি ২০০৯ সালে বিটকয়েন আবিষ্কার করেন। তার নামানুসারে বিটকয়েনকে সাতোষিতে হিসাব করা হয়। আমরা জানি ১০ কোটি সাতোষিতে ১ বিটকয়েন হয়। তাহলে দেখি তালিকা অনুযায়ী
১ সাতোষি=                  ০.০০০০০০০১ বিটিসি
২ সাতোসি=                  ০.০০০০০০০২ বিটিসি
৫ সাতোষি=                  ০.০০০০০০০৫ বিটিসি
১০ সাতোষি=                ০.০০০০০০১০ বিটিসি
১০০ সাতোষি=              ০.০০০০০১০০ বিটিসি
১০০০ সাতোষি=             ০.০০০০১০০০ বিটিসি
১০০০০ সাতোষি=           ০.০০০১০০০০ বিটিসি
১০০০০০ সাতোষি=         ০.০০১০০০০০ বিটিসি
১০০০০০০ সাতোষি=       ০.০১০০০০০০ বিটিসি
১০০০০০০০ সাতোষি=     ০.১০০০০০০০ বিটিসি
১০০০০০০০০ সাতোষি=   ১ বিটিসি

Pages: [1]
Bitcoin Garden 2013-2024, All rights reserved | Privacy Policy | DMCA | About Bitcoin Garden | Support & Services