আমি একটা বিষয় লক্ষ করেছি এই ফোরামে অনেক পুরাতন ইউজার রয়েছে যারা 10 থেকে 15 টি পোস্ট করে আর করেনি। মূলত তারা একটিভ থাকে না এভাবে যদি একটিভ না থাকে তাহলে তো এই ফোরামকে কোনভাবে উন্নতি করা সম্ভব না। ফোরামকে উন্নতি করতে হলে আরো নতুন ইউজারদের প্রয়োজন এবং পুরাতন ইউজার দের ফিরে আসতে হবে। আহলে সম্ভব এই ফোরামকে উন্নতি করা।