আমি মনে করি, এক্সচেঞ্জ ওয়ালেটে বিটকয়েন রাখাই নিরাপদ। তবে নিজস্ব ব্লকচেইন ওয়ালেটে বিটকয়েন রাখলে সেটাও নিরাপদ। কারণ বিটকয়েন কখনো হ্যাক হতে পারে না। দেহের বিভিন্ন কারণ রয়েছে। যেমন বিটকয়েন ট্রানজেকশনের চারটি ব্লক রয়েছে। বিট কয়েন হ্যাক করতে হলে চারটি মূলক পরিবর্তন করতে হয়। বিভিন্ন হাইজাকার রা যেকোনো দুটি বা একটি ব্লক পরিবর্তন করতে পারে। অন্যান্য ব্লক পরিবর্তন করতে পারে না। তাই বিটকয়েনের ওয়ালেট সবচেয়ে নিরাপদ।