এখন তো নুতন প্রজেক্টের সংখ্যা অনেক বেশি। আমার মনে হয় আগামিতে আরও বৃদ্ধি পাবে। তবে এখানে স্ক্যামও হচ্ছে। আমরা সবাই তো আর সব প্রজেক্টের খবর নিতে পারি না বা নেওয়া হয়ে উঠে না। তবে আসলে স্ক্যাম নাকি তারা দেওলিয়া হয়ে গেছে বলা যায় না। অনেক সময় প্রজেক্ট ব্যার্থ হলে স্ক্যাম হিসেবে আমরা মার্ক করি।