ক্রিপ্টোবাজারে প্রতিনিয়ত প্রচুর কয়েন আসছে যাদের সবাই কিন্তু সার্ভায়িব করতে পারেন না। অনেকেই আবার ভাল পজিশনেও চলে যায়। বর্তমান সময়ে আমার কাছে দুটি উল্লেখযোগ্য কয়েন হিসেবে মনে হয়েছে মেটিক এবং ইস্পোলিংক যাদের সম্ভাবনাও অনেক বেশি দামেও অনেকটা কম। আপনি কি মনে করেন এই দুটিতে কি বিনিয়োগ করা যায়?