2018 থেকে 2019 সাল এর দিকে তাকালে আপনি বুঝতে পারবেন ক্রিপ্টোকারেন্সি সকল কয়েনের দাম কোথায় ছিল এবং বর্তমানে কোথায় এসেছে। আপনি লক্ষ্য করে দেখেন বিটকয়েনের দাম 10 থেকে 20 হাজারের মধ্যে 2018 থেকে 19 সালের মধ্যে ছিল। কিন্তু 2021 সালে এসে লক্ষ করলে দেখা যায় অতীতের তুলনায় তিনগুণ বেশি বৃদ্ধি পেয়েছে। অতএব ক্রিপ্টোকারেন্সি তে সকল কয়েনের দাম বৃদ্ধি পেয়ে রেকর্ড হয়েছে।