এখন বর্তমান 2022 সালে ক্রিপ্টোকারেন্সির যে সময়টা এসেছে এটা খুবই শোচনীয় সময়। কারণ মার্কেট এর গতি যখন নিম্নগতি হয় তখন সবার মন একদম খারাপ থাকে কারণ লোকসানের দিকে চলে যায়। তবে ক্রিপ্টোকারেন্সি তে কাজ করলে অথবা ইনভেস্ট করলে আপনার লাভ লোকসান হবে তাই যদিও বর্তমানে ক্রিপ্টোকারেন্সি অবস্থা একটু শোচনীয় ভবিষ্যতের আরো বেশি অতীতের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।