click here if you want to see your banner on this site

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Whitehall

Pages: [1] 2 3 ... 9
1

2
Bengali Language / Re: OTAKU তে বিনিয়োগ
« on: October 28, 2021, 10:36:00 AM »
বর্তমানে এই প্রকল্পের উপর রিসার্চ করে বিনিয়োগ করেছি। আমি এই প্রকল্পের এন এফ টি গুলোর প্রতি আকর্ষিত হয়েছি। বর্তমানে জনপ্রিয়তা খুব একটা বেশি নয়। তবে আমি এর ডেভলপমেন্ট শেষ পর্যন্ত দেখতে চাই। ভবিষ্যতে অনেক বেশি উন্নতি লাভ করা সম্ভব না থাকবে। তাই অল্প পরিমাণে বিনিয়োগ করে রাখুন।

https://fomochronicles.com/
ধন্যবাদ মোডারেটর ভাই ইনফরমেটিভ মূলক পোষ্ট করার জন্য। আমি এখনো এখানে কোন বিনিয়োগ করিনি। তবে আপনার দেওয়া পোস্ট থেকে কিছু ধারণা পেয়ে অবশ্যই বিনিয়োগ করার ইচ্ছা জেগেছে এবং ভবিষ্যতে বিনিয়োগ করব আশা নিয়ে আছি।

3
Bengali Language / Re: বিটকয়েনের আপডেট
« on: October 28, 2021, 10:32:56 AM »
বিটকয়েনের দাম কয়েকদিন আগে সর্বোচ্চ 68 হাজার ডলারে পৌঁছেছিল। আর মাত্র 2 হাজার ডলার বৃদ্ধি পেলে বিটকয়েন প্রত্যাশিত ইতিহাস সৃষ্টি করতে পারতো কিন্তু সেটা হয়নি সেখানে থেকে কমে আজকে বিটকয়েনের দাম 60 হাজার ডলারের নিচে নেমে এসেছে।
এখান থেকে বিটকয়েন এর বাজার দর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন,
https://coinmarketcap.com/currencies/bitcoin/

4
Bengali Language / Re: ETNA Network এ $1500 বিনিয়োগ
« on: October 28, 2021, 10:29:51 AM »
এখন কিন্তু ETNA কয়েনের দাম প্রচুর পরিমাণে ডাম্পিং করেছে। এক সময়ে কয়েনের দাম 0.65 সেন্ড পর্যন্ত উঠেছিল।
বর্তমানে অনেক নিচে নেমে এসেছে। এই টোকেন মূলত একটি গেমিং প্লাটফর্মে টোকেন। তবে এই কয়েনটি যদি আরো ভালো কোন এক্সচেঞ্জের লিস্টেড হয় তাহলে হয়তো আবার দাম বৃদ্ধি পেতে পারে। আমি কিছু কয়েন কিনে রেখেছিলাম কিন্তু মার্কেটের অবস্থা দেখে 2 থেকে এক দিন পরে তা সেল করে দিয়েছি।

5
Cryptocurrency Gaming & Gambling / Casino Time is Now
« on: October 28, 2021, 10:25:13 AM »
The Mello Casino will launch on October 8th 2021 at 8:08AM PST. Developed with our iGame partner Gammastack, you will be playing at the largest casino on the Binance Smart Chain. The Mello Casino offers over 2000 games sourced from more than 40 providers including slots, table games, and sports betting among other casino games that you will be able to enjoy wherever you are. Our sports betting platform offers an opportunity to bet on sports such as Soccer, Tennis, Football (NFL), Hockey (NHL), and Basketball (NBA) with much more incoming. Make sure you load up on Mello and are ready to experience the biggest casino launch of 2021.
click

6
লাইট কয়েন এবং রিপুল কয়েন দুটোই অনেক জনপ্রিয় কয়েন। ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখন অন্য বছরের তুলনায় 2021 সালে স বচেয়ে বেশি পরিমাণে সবগুলো কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে। আশা করা যায় এ বছর এবং আগামীতে সবগুলো কয়েনের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে।

7
কেন্দ্রীয় কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক বলেছে যে একটি "আসল" মুদ্রা রাজ্য দ্বারা জারি করা হয়। গত সপ্তাহের বাজার-প্রশস্ত মূল্য ক্রাশের ফলে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলি ক্রিপ্টোকারেনসিতে বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করেছিল।

কেন্দ্রীয় কুয়েতের কেন্দ্রীয় ব্যাংকও এর ব্যতিক্রম ছিল না এবং শনিবার এটি একটি বিবৃতি জারি করেছিল জনসাধারণকে ক্রিপ্টোকারেন্সির বাজারে অস্থিরতা সম্পর্কে সতর্ক করতে।

কেন্দ্রীয় কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে ক্রিপ্টো সম্পদগুলি সাধারণ মুদ্রা নয় যদিও এগুলিকে সাধারণত ক্রিপ্টোকারেন্সি বলা হয়। বিবৃতি অনুসারে, কেবল আইনী রাষ্ট্রই সার্বভৌমত্বের প্রতীক হিসাবে আসল মুদ্রা দিতে পারে:
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
সম্মানিত মডারেটর ভাই আপনি যেহেতু পোস্টটি ট্রান্সলেশন করে করেছেন তারপরও এই পোস্ট আপনার আমার মত অনেক ক্ষুদ্র ইউজার অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ এই ধরনের ইনফরমেটিভ পোষ্ট করার জন্য।

8
অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ পুষ্টি তুলে ধরার জন্য। আশা করি এই ধরনের পোস্ট করলে সবাই উপকৃত হবে বলে আমি আশা করি। আপনার এই পোস্টের কারণে অনেকেই ভুল ধারণা থেকে সঠিক কোন কিছু জ্ঞান অর্জন করতে পারবে। এবং কি তারা পিএসসি ।
ভাই আপনার পোস্টের মধ্যে অনেকগুলো বানান ভুল আছে। পোস্ট করার সময় একটু বুঝে শুনে পোস্ট করা উচিত। বানান সঠিক না হলে কিন্তু আপনি কি বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন সেটা ভালোভাবে বোঝা যায় না তাই সঠিকভাবে লেখার চেষ্টা করুন।

9
আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Binance smart chain হল মূলত একটি প্ল্যাটফর্ম।
এই প্ল্যাটফর্মের নিজস্ব একটি টোকেন আছে সেটা হলো বিএনবি।
আপনি যেমন ভাবে বিস্তারিত আলোচনা করেছেন অনেক নতুন ইউজার আশাকরি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে।

10
বর্তমানে তেমনি উন্নত মানের কোন প্রজেক্ট এই ফোরামে প্রচলিত নেই। তবে বর্তমানে একটি প্রজেক্ট চলছে সেটা হল বিটগেম প্রজেক্ট। এটি একটি লাইভ প্রজেক্ট।
এটি ছাড়া তেমন কোনো ভালো প্রজেক্ট বর্তমানে চলছে না।

11
বর্তমানে টিয়ার এক্স ক্রয়ের সঠিক বাজার মূল্য হল 0.093 সেন্ট।
একসময় এই কয়েন এর দাম 0.10 কিন্তু এখন অবশ্য অনেক নিচে নেমে এসেছে।
এটাই হয়তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েন গুলোর বাজার মূল্যের উঠানামার পরিস্থিতি।

12
কারডানো এবং পলকা ডট এ দুটি কয়েন অত্যন্ত জনপ্রিয়।
কেউ যদি বিনিয়োগ করতে চায় তাহলে আমি মনে করি এই দুটি করেন বিনিয়োগের জন্য সবচেয়ে সেরা। এখন যেহেতু বিটকয়েন এর দাম বৃদ্ধি পাচ্ছে তাই এই কয়েন গুলো দামও বৃদ্ধি পাবে।
কারণ এগুলো অনেক সময় বিটকয়েন এর বাজার দর এর উপর নির্ভর করে। আমার কাছে এই দুটো কয়নি সেরা কোয়েন।

13
আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে আপনি কিপটে কারেন্সিতে বিভিন্ন ধরনের বড় কয়েন গুলো যেমন বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি সহ যত কয়েন আছে সবগুলোর উপর ভিডিও করতে পারেন। এগুলোর ওপর বিনিয়োগ করলে অবশ্যই লাভবান হওয়া যাবে।

14
বিশেষ করে 2021 সালে এসে বিটকয়েন তথা ক্রিপ্টোকারেন্সি তে সবগুলো কয়েনের দাম সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
বিটকয়েন 2021 সালে এসে সর্বোচ্চ 68 হাজার ডলার স্পর্শ করেছে।
এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ইতিহাসে বিটকয়েনের বাজারদর সর্বোচ্চ হয়েছিল।

15
বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবথেকে সেরা কয়েন। অনেক সময় দেখা যায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে পাশাপাশি অন্যান্য কয়েন গুলোর দাম বৃদ্ধি পায়।
এতে বোঝা যায় যে বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে অন্য কয়েন গুলোর দাম অবশ্যই বৃদ্ধি পাবে।

Pages: [1] 2 3 ... 9
Bitcoin Garden 2013-2024, All rights reserved | Privacy Policy | DMCA | About Bitcoin Garden | Support & Services