click here if you want to see your banner on this site

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Henkel@

Pages: 1 [2] 3 4
16
যে যে দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ সেসব দেশে ক্রিপ্টোকারেন্সি রাখা অনেক ভালো।কারণ এগুলো যদি আইনের লোক জানতে পারে তাহলে ব্যাপক ঝামেলা হতে পারে।কারণ উন্নত দেশ ছাড়া অন্য কোন দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ নয়। যার কারণে ওই সকল দেশের যদি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয় তাহলে সেটা অবৈধ। এজন্য ক্রিপ্টো কারেন্সি টাকে নিরাপদ রাখতে হবে।

17
বর্তমান ইথেরিয়াম কয়েনের দাম বৃদ্ধির মধ্যে এখন ইথিরিয়াম কয়েন এর বর্তমান দাম 3519 ডলার। কিছুদিন আগে ইথিরিয়াম কয়েনের দাম 4000 ডলার হয়েছিল কিন্তু সেখান থেকে দাম একটু কমেছে। এবং ভবিষ্যতে ইথেরিয়াম কয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি রয়েছে।

18
Name” of campaign: Signature campaign
BTT username: Henkel@
Link to BTT: https://bitcoingarden.org/forum/index.php?action=profile;u=43819
Telegram username: @
Bitgame Account ID : 409576298

19
এখানে যে দুটি কয়েন এর নাম উল্লেখ করা হয়েছে সে দুটি কয়নি অনেক ভালো ক্রিপ্টোকারেন্সি তে পজিশনে রয়েছে। কিন্তু লাইট কয়েন এর চেয়ে রিপুল কয়েন এর জনপ্রিয়তা অনেক বেশি। এবং রিপল কয়নি ইনভেস্টর এর সংখ্যা ও ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এজন্য যদিও এক্সচেঞ্জ তাকেস সাসপেন্ড করছে কিন্তু পজিশন এখনো নিচের দিকে আসেন।

20
Shiva inu কয়েনের দাম সব সময় কিছু না কিছু দাম বৃদ্ধি পাচ্ছে। কারণ শিবা ইনু কয়েন 2025 সালের দিকে দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই শিবা ইনু কয়েনের রোড ম্যাপ দেখে অনুমান করা যাচ্ছে শেষের দিকে গিয়ে এর দাম বৃদ্ধি পাবে।

21
আমার কাছে মনে হয়েছে যে Quarashi project টি ব্যাপক ভাল করবে। এর সাথে আর একটি হল বিটগেম।  এই দুটি প্রজেক্ট ভাল ফল দিতে পারে বলে আমার বিশ্বাস।

তবে যে কোন প্রজেক্টে কাজ করলে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কিছু না কিছু থাকে। কারণ আপনি যদি কাজ না করেন তাহলে কখনো পেমেন্টের আশা করা সম্ভব না।

22
বর্তমানে Ranger protocol, Quarashi project গুলো বর্তমানে ভালো সার্ভিস দিচ্ছে। Bitgame Global প্রজেক্ট বর্তমানে অনেক ভালো এর প্রজেক্ট আপনারা অবশ্যই কাজ করতে পারেন। সাকসেসফুল একটি প্রজেক্ট অবশ্যই আপনাকে পেমেন্ট করার সম্ভাবনা রয়েছে।

হ্যাঁ ভাই আপনি সঠিক কথা বলেছেন কারণ বিটকয়েনের চলছে Ranger protocol and Quarashi project and Bitgame Global project অনেক ভালো। এরমধ্যে Bitgame Global project খুবই ভালো আপনারা কাজ করতে পারে।

23
বর্তমানে বিটকয়েনের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এভাবে যদি বিটকয়েনর দাম বাড়ে তাহলে তাহলে সর্বোচ্চ সীমা কোথায় পৌঁছাবে বলে আমি মনে করেন।
বিটকয়েনের সর্বোচ্চ সীমানা কোথায় এটা কিন্তু সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ ক্রিপ্টোকারেন্সি তে কোন কয়নের দাম নিয়ে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়।

ভাই আসলেই সঠিক করে কোনও কিছুই বলা সম্ভব না কারণ ভবিষ্যৎ সম্পর্কে বলা একদম অসম্ভব। বিটকয়েনের দাম ভবিষ্যতে কোন পর্যায়ে যেতে পারে তা কখনো সঠিক করে বলা যাবে না কিন্তু অবশ্যই বিটকয়েনের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন যাচ্ছে দেশ বিটকয়েন কে সাপোর্ট করেছে তাই বিটকয়েনের দাম ভবিষ্যতে আরও দ্বিতীয়বার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।

24
বিটকয়েনের দাম কয়েক বছর আগে একদম কম ছিল কিন্তু বর্তমানে এক বছরের মধ্যে ব্যাপক তফাৎ হয়ে গেছে। এভাবে যদি বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে অল্প কিছুদিনের ভেতর বিটকয়েনের দাম 80 হাজার ডলার থেকে এক লক্ষ ডলারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।

25
ক্রিপ্টোতে অনেক ধনী আছে যারা খুবই পরিচিত মুখ কিন্তু তারা কখনই ফ্রন্ট এ আসে না। এই রকম লোকের সংখ্যা অনেক বেশি। ধীরে ধীরে তারা  নিজেদেরকে ফ্রন্ট এ নিয়ে আসবে।
তারা সরকারের ট্যাক্স এর কারণে মানুষের সম্মুখে আসেনা।

হ্যাঁ আপনি সঠিক কথা বলেছেন যে দেশে বিটকয়েন বৈধ সেদেশে অবশ্যই সরকারকে ট্যাক্স দিতে হয়। কারণ আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ বলে সরকারকে কোন ভ্যাট দিতে হয়না। তাই অনেকেই টেক্স অথবা ভ্যাট দেওয়ার ভয়ে তারা মানুষের সম্মুখে ধনি বলে পরিচয় দেয় না।

26
ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করে তারা সবচেয়ে ধনী ব্যক্তি বর্গ হয়ে থাকে। কারণ যদি আপনি ক্রিপ্টোকারেন্সি তে ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধনী হতে হবে। অল্প টাকা দিয়ে আপনি কখনো ইনভেস্ট করতে পারবেন না।

27
ক্রিপ্টোকারেন্সি তে কোন সময় কয়েনের দাম বৃদ্ধি পায় অথবা কমে যায় সেটা সঠিক করে বলা যায় না। যেকোনো সময় কয়েলের দাম আপডাউন হতে পারে। এর আগে ইতি আম কয়েনের দাম 4 হাজার ডলার পর্যন্ত ছিল কিন্তু বর্তমানে এখান থেকে একটু কমে গেছে। বর্তমানে ইরানের দাম 3359 ডলার।

28
বিটকয়েনের দাম কিছুদিন আগে 61 হাজার ডলার হয়েছিল। বিটকয়েনের জীবনে এর আগে কখনো এরকম ভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পায়নি।বর্তমানে ব্যাপক বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।

29
ডগি কয়েন এর দাম ব্যাপকভাবে পাম্প করছে।কারো যদি ডগি কয়েন থেকে থাকে তাহলে অবশ্যই তিনি হোল্ড করেন ভবিষ্যতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।

30
বর্তমানে চেইন লিংক কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি তে বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার কারণে অন্যান্য যেসকল কয়েন ছিল সকল কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
হ্যাঁ আপনার কথাটা ঠিক আছে আসলে বিটকয়েন প্রাইস বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু অন্য সকল কয়েনের প্রাইস বৃদ্ধি পেয়েছে। গাড়ির মধ্যে সকল গানের রাজা হচ্ছে বিটকয়েন অতএব বিটকয়েন প্রাইস বৃদ্ধি পেলে অবশ্যই অন্যান্য কয়েনের প্রাইস বৃদ্ধি পাবে।

বিটকয়েনের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য যেসকল টোকন ছিল সকল টোকেন এর দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমান মার্কেট এর গতি ঊর্ধ্বমুখী থাকার কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ব্যাপক পাম্প করছে।

Pages: 1 [2] 3 4
Bitcoin Garden 2013-2024, All rights reserved | Privacy Policy | DMCA | About Bitcoin Garden | Support & Services