31
Bengali Language / Re: বর্তমান সময়ে কোন দুটি কয়েনে ইনভেস্ট অধিক ভ
« on: February 02, 2022, 07:06:56 PM »আমি আপনার সাথে সহমত দি্চ্ছি। বিন্যান্স কয়েন এবং পলিগন এরা এখন অনেক উচ্চতর অবস্থান তৈরী করে নিয়েছে। এখানে ইনভেস্ট করা মানে রিনাপদ থাকা। শুধু তাই নয় এখান থেকে ভাল প্রফিটের সম্ভবনা অনেক বেশি থাকে।ক্রিপ্টোবাজারে প্রতিনিয়ত প্রচুর কয়েন আসছে যাদের সবাই কিন্তু সার্ভায়িব করতে পারেন না। অনেকেই আবার ভাল পজিশনেও চলে যায়। বর্তমান সময়ে আমার কাছে দুটি উল্লেখযোগ্য কয়েন হিসেবে মনে হয়েছে মেটিক এবং ইস্পোলিংক যাদের সম্ভাবনাও অনেক বেশি দামেও অনেকটা কম। আপনি কি মনে করেন এই দুটিতে কি বিনিয়োগ করা যায়?
বর্তমানে আপনি বিনান্স স্মার্ট চেইন অথবা পলিগন প্ল্যাটফর্ম ইনভেস্ট করলে আপনি পরবর্তিতে আর ও বেশি লাভবান হতে পারবেন। ইনভেস্ট করলে আপনি লাভবান হওয়ার অন্যতম একটি কারণ বর্তমান কৃষ্ণ মার্কেটের অবস্থা অনেকটা ডাম্পিং হয়েছে বিধায় আপনি ইনভেস্ট করলে অবশ্যই লাভবান হবেন কারণ ভবিষ্যতের দিকে আরো ক্রিপ্টোকারেন্সি কয়েনের দাম বৃদ্ধি পাবে।