click here if you want to see your banner on this site

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Dream

Pages: 1 [2] 3 4 ... 10
16
আমার মনে হয় বিটকয়েনে এমনই একটি কারেন্সি যার মুল্য শুধু বাড়বেই। মাঝে মাঝে রিকভারী এটা কোন বিষয় না।

17
যে কোন প্রজেক্টের উপর রিসার্চ করে পজিটিভ থাকলে আমার মনে হয় বিনিয়োগ করা উচিত কারন মার্কেট অবশ্ই ভাল হবে।

18
বিটকয়েন এখন  একটি গ্লোবাল কারেন্সি যার পুপুলারিটি সবচেয়ে বেশি।

19
খুব স্বল্প সময়েরে মধ্যে মার্কেট আবার বুলরান শুরু করবে। অবশ্যই মার্কেট বছরের শুরুতে খারাপ ছিল তা এখন আবার রিকভারী করবে।

20
আমি মনে করি এটি একটি রিস্ক ফ্রি ইনভেস্টমেস্ট প্লান। যে কেউ এটি এখন ক্রয় করে রাখলে ভাল প্রফিট পাবেই।
কোনটিই আসলে রিস্কি ফ্রি ইনভেস্ট না। তবে এখানে ইনভেস্ট করলে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

22
Crypto Discussion / Re: Cardano price Prediction 2030
« on: February 09, 2022, 08:57:25 PM »
I think the price will over $100 or more then that. 8 years is a long time So $50 usd  is very simple. As we know the power of crypto.

24
ক্রিপ্টোর বৃস্তিতি এখন সারা বিশ্বে। বর্তমান সুনামধন্য কোম্পানি সহ সব ধরনের মানুষ ক্রি্প্টোতে আগ্রহি। যার কারনে ক্রি্প্টো এখন সবার শীর্ঘে। প্রতিদিন নুতন নুতন বিনিয়োগকারী এই প্লাটফরমে যোগ হচ্ছে।

25
আমার মনে হয় এই বছরটাতে মার্কেট ভাল হবে না তবে বলা যায় না যে কোন সময় যে কোন কিছু ঘটতে পারে। যে ভাবে ক্রিপ্টোতে নতুন প্রজন্মের লোক আসছে তাতে ক্রিপ্টো কারেন্সি অনেকটাই এগিয়ে যাবে। অসম্বব কে সম্ভব করা একমাত্র এই প্লা্টফরমেই সম্বব।

26
যে কোন কয়েনের সময়ের সাথে সাথে তার দামও বেড়ে যায়। ট্রন কয়েনের দাম এখন অনেক কমই আছে তবে ফিউচারে তা নাও থাকতে পারে। সব কয়েনের দাম বাড়লে ট্রন কয়েনের দাম বাড়াটাই স্বাভাবিক।

27
যারা কিছুদিন আগে ডট কিনেছিল তারা অনেক বেশি দিয়ে বাই করেছিল সেই তুলনায় এখন দাম অনেক কম। আজকে আমি দেখেছি 1 এর চেয়ে সামান্য বেশি ধরা যায় 1 ডলার যা সত্রিকার অর্থে অনেক কম। তাই যারা এখনো এখানে বিনিয়োগ করেন নাই তারা এটি ক্রয় করতে পারেন।

28
ক্রিপ্টোর ভবিষ্যত উজ্জল এ নিয়ে আমার মনে হয় আর কারো কোন সন্দেহ নেই। এখন দরকার সবার উপযুক্ত শিক্ষা বিশেষ করে এই বিষয়ে এশিয়ার দেশ গুলো অনেটাই পিছনে আছে এদের জন্য শিক্ষার ব্যাবস্থা করে যথোপযুক্ত শিক্ষার মাধ্যমে ক্রিপ্টো জগতে শীর্ঘ স্থান দখল করতে হবে।

29
বিটকয়েন এখন 37-38 এ অবস্থান করছে অনেকেই ধারনা করছে যে এটি আরও নিচে নামতে পারে এবং তারপর আবার নতুন করে বুল রানের জন্য অগ্রসর হবে। এমনটি ধারনা করছে ক্রিপ্টো সংশ্লিষ্ঠ ব্যেক্তিবর্গরা। বিটিকয়েনের 30 হাজারের নিচে যাওয়ার সম্ভানাও রয়েছে। পরবর্তি সিগন্যার না পাওয়া পর্য়ন্ত বোজ কঠিন মার্কেট কোন দিকে ধাবিত হচ্ছে।

30
নতুন প্রজেক্টের অবস্থা ভাল হওয়ার কথা ছিল কিন্তু এখন মার্কেট কিছুটা নিম্নগামি তাই অনেকেই হয়তো তাদের প্রজেক্ট পোজ করে রেখেছে। যখন মাকেৃট ভাল অবস্থানে যাবে তখন তারা আবার সেই প্রজেক্টে গুলোকে আবার রান করবে বলে আমার মনে হয়।

Pages: 1 [2] 3 4 ... 10
Bitcoin Garden 2013-2024, All rights reserved | Privacy Policy | DMCA | About Bitcoin Garden | Support & Services