click here if you want to see your banner on this site

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Nostoman

Pages: [1] 2 3 ... 12
1
Bengali Language / OTAKU তে বিনিয়োগ
« on: October 27, 2021, 08:42:56 AM »
বর্তমানে এই প্রকল্পের উপর রিসার্চ করে বিনিয়োগ করেছি। আমি এই প্রকল্পের এন এফ টি গুলোর প্রতি আকর্ষিত হয়েছি। বর্তমানে জনপ্রিয়তা খুব একটা বেশি নয়। তবে আমি এর ডেভলপমেন্ট শেষ পর্যন্ত দেখতে চাই। ভবিষ্যতে অনেক বেশি উন্নতি লাভ করা সম্ভব না থাকবে। তাই অল্প পরিমাণে বিনিয়োগ করে রাখুন।

https://fomochronicles.com/

2
Bengali Language / ETNA Network এ $1500 বিনিয়োগ
« on: October 27, 2021, 08:38:03 AM »
ইতোমধ্যেই etna এর বিভিন্ন গেম চালু হতে যাচ্ছে। Play2earn ইতোমধ্যে চালু হয়েছে। এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে গেম চালু হবে। বিভিন্ন ভালো এক্সচেঞ্জে লিস্ট করবে। বিভিন্ন পার্টনারশিপ করবে। আমি এই প্রোজেক্টের একজন বিনিয়োগকারী। ইতোমধ্যেই বিনিয়োগ করেছি। আপনিও চাইলে এই প্রজেক্টে বিনিয়োগ করতে পারেন। কারণ ভবিষ্যতে এর দাম অনেক বেশি বৃদ্ধি পাবে যা কল্পনার বাইরে।
https://etna.network/

3
Bengali Language / NAFT token এ $2000 বিনিয়োগ
« on: October 27, 2021, 08:35:32 AM »
Nafter বর্তমানে ইন্সটাগ্রাম এর প্রতিদ্বন্দ্বিতা করবে। কারণে প্লাটফরমটি বর্তমানে ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় হচ্ছে। তবে এখানে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিভিন্ন পোস্ট করা হয়। আরো এনএফসি বিক্রি করা যায়। অর্থাৎ আপনি যদি ভালো ছবি আঁকতে পারেন সেগুলো এই প্লাটফর্মে বিক্রি করতে পারেন। আমার যতটুকু ধারনা NAFT এর ভবিষ্যৎ অনেক বেশি দুর্দান্ত হবে।

আপনি বিস্তারিত ওয়েবসাইটে দেখতে পারেন: https://nafter.io/

এখানে অ্যাকাউন্ট করে, আপনি নিজের এন এফ টি মার্কেটপ্লেসে বিক্রি করতে পারেন।

4
Bengali Language / বিটকয়েনের আপডেট
« on: October 26, 2021, 07:45:34 PM »
বিটকয়েনের দাম চলতি সপ্তাহে খুব একটা বেশি বৃদ্ধি পায়নি। বিটকয়েনের দাম যদি গত কয়েক সপ্তাহ লক্ষ করেন তাহলে এই সপ্তাহে দেখবেন বিটকয়েনের দাম পর্যাপ্তভাবে বৃদ্ধি পায়নি। বিটকয়েনের দাম 62 হাজার ডলারের কিছুটা উপরে অবস্থান করতেছে। এটি থেকে একটি কারেকশন ইতোমধ্যেই নিয়েছে। আশা করা যায় আবার পুনরায় আস্তে আস্তে এই সপ্তাহে বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ বিটকয়েনের দাম 70k হওয়ার সম্ভাবনাই বেশি।
https://coinmarketcap.com/currencies/bitcoin/

5
আমি মনে করি বিটকয়েনের দাম খুব তাড়াতাড়ি এক লক্ষ ডলারে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বিটকয়েন আমাদের হিউজ একটা রিটার্ন দিবে। বিটকয়েনের দাম 2021 সালে এক লক্ষ ডলারে না পৌঁছালেও, 2022 সালে এক লক্ষ ডলারে অবশ্যই পৌঁছাবে। প্রত্যেকটা বিনিয়োগকারী অনেক বেশি লাভবান হবে। সুতরাং এখানে বিনিয়োগের প্রবণতা বা বিনিয়োগ বৃদ্ধি করুন।

6
বর্তমানে আমি বিটকয়েন, ইথেরিয়াম, ডগি কয়েন, ADA, Sol, dot, Shib, Safemoon, SFP এই কয়েন গুলোতে বিনিয়োগ করেছি। আশা করি এই কয়েন গুলো থেকে হিউজ একটা রিটার্ন পাব। কারণ বিটকয়েনের দাম যখন অনেক বেশি বৃদ্ধি পাবে তখন এই  কয়েন গুলোর দাম অনেক বেশি বৃদ্ধি পাবে। সুতরাং আপনি যদি বিনিয়োগ করে লাভবান হতে চান তাহলে এই কয়েন গুলোর উপর বিনিয়োগ করুন। এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন।

7
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বাজারের অবস্থা অনেক ভালো। অর্থাৎ বিটকয়েনের দাম ও অন্যান্য কয়েনের দাম অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় 2022 সালে বিটকয়েন সহ অন্যান্য কয়েনের দাম তুলনামূলকভাবে অনেক বেশি বৃদ্ধি পাবে। কারণ প্রতিনিয়ত নতুন বিনিয়োগকারীদের চাহিদা রয়েছে। তাই বিটকয়েন এর উপর বাণিজ্য ও বিনিয়োগ করুন। আশা করি বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম।

8
দীর্ঘদিন যাবৎ ট্রেডিং করে থাকি। তবে সব সময় লাভবান হওয়া সম্ভব নয়। কিছু ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকে। বিশাল ক্ষতির সম্মুখীন হওয়ার পরে, দীর্ঘ সময় পর আবার লাভবান হয়েছি। একজন সেলার এর কাছ থেকে  $3000 কিনেছিলাম, যার বর্তমান মূল্য $10k. তবে ডলারগুলো বর্তমানে বসিয়ে রাখিনি। বর্তমানে ট্রেডিং এর কাজে লাগাচ্ছি। তাই আমি মনে করা করার সবচেয়ে বেশি লাভবান। আপনার কি মনে হয়।

9
বাজারের বর্তমান অবস্থায় বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনার জন্য ভোট দেওয়ার কথা ভাবেন না। কারণ এখন স্বল্প মেয়াদে ট্রেড করে অনেক লাভ করা সম্ভব। যাইহোক, অনেক কয়েন দীর্ঘমেয়াদী জন্য উপযুক্ত। যেমন dogecoin, TRX, SLP, DGB, FTM, CRO, HEX, NAFT ইত্যাদি প্রচুর সম্ভাব্য মুদ্রা। সুতরাং যদি বিনিয়োগের তালিকা দীর্ঘ হয় বা আপনি দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করে থাকেন, তাহলে উপরের মুদ্রাগুলো ধরে রাখুন। আপনার মতামত কি?

10
অনেক পুরনো মুদ্রা ইতিমধ্যেই ছিটকে পড়ে গেছে। কিছু কয়েন এখন বিভিন্ন প্রতিকূল পরিবেশেও ঠিক আছে। যেহেতু বাজারের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তখন সব কয়েনের দাম কমে যায়। ডেভেলপমেন্ট টিম তখন মুদ্রার অবস্থা পরিবর্তন করার জন্য আপ্রাণ চেষ্টা করে। পুরোনো মুদ্রাগুলো উন্নয়নের শেষ পর্যায়ে, কিন্তু সামনে যদি নতুন কোন খবর থাকে, সেগুলোর উপর ভিত্তি করে দাম বাড়বে। তাই পুরনো মুদ্রাগুলো মানুষের আনুগত্য অর্জন করেছে। তাই নতুন বিনিয়োগকারীরা পুরনো মুদ্রায় বিনিয়োগ করে। আপনার মন্তব্য প্রকাশ করুন।

11
আমি সেই সব দেশের নাটকে বিশ্বাস করি না যেগুলো ক্রিপোকারেন্সির অনুমোদন এবং স্থগিতা নিয়ে প্রতিনিয়ত কথা বলে। বিভিন্ন সময়ে বিভিন্ন নেতিবাচক খবর দেয়। আসলে, তারা ক্রিপ্টোকারেন্সি শিল্পে আধিপত্য বিস্তার করতে চায়। তাই তাদের মতে অনেক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে তাদের অনুসরণ করে। আমি মনে করি ট্রেডের জন্য ক্রিপ্টোকারেন্সি বিশ্বাস করা উচিত। যাতে একজন ব্যবসায়ী কিছু সময়ে লাভ করতে পারেন। ক্রিপ্টোকারেন্সির সাথে ট্রেড করার জন্য, এই নেতিবাচক খবর না শোনা ভাল। কারণ বেশি ধৈর্য থাকলে উপকার পাওয়া সম্ভব। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করুন।

12
আমি ভাবছি কখন বিটকয়েনের দাম $300k তে পৌঁছাবে। কারণ বর্তমানে বিভিন্ন দেশে বিটকয়েনের অনুমোদন বাড়ছে। এবং বিভিন্ন দেশ ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি বাজারে আসতে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে, এটি আশা করা হয় যে বিটকয়েনের দাম সর্বাধিক বৃদ্ধি পাবে। কিন্তু পরবর্তী 10 বছরে বিটকয়েনের দাম কত হতে পারে তাই দীর্ঘমেয়াদী বিটকয়েনের উন্নতি অব্যাহত থাকবে। আপনার মতামত কি?

13
 Bitgame একটি পেশাদার গেমিং প্ল্যাটফর্ম। এখানে অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে। একথা এটি একটি লাইভ প্রজেক্ট। এখানে প্রতিনিয়ত খেলোয়াড়রা বিভিন্ন বিট করতে সক্ষম হবে। তাই আরো বেশি খেলোয়ারদের নিয়ে আসতে এর প্রচার প্রচারণা বৃদ্ধি করুন। আরো উপকৃত খেলোয়ার এখানে নিয়ে আসতে বন্ধু-বান্ধবদের দাওয়াত দিন।

14
আসসালামু আলাইকুম

সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক

Pages: [1] 2 3 ... 12
Bitcoin Garden 2013-2022, All rights reserved | Privacy Policy | DMCA | About Bitcoin Garden | Support & Services