click here if you want to see your banner on this site

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Imran88

Pages: [1] 2 3 ... 9
1
বর্তমানে পলকা ডট এর দাম অনেকটা কমে গেছে । এটি এক সময় জনপ্রিয় ছিল কিন্তু এখন তার সে জনপ্রিয়তা নেই । পলকা ডট একটি ভালো কয়েন । তবে এর দাম এখন কমলেও আশা করা যায় ভবিষ্যতে এর দাম আরো বৃদ্ধি পাবে । তাই পলকা ডট এ ইনভেস্ট করার এখনই উপযুক্ত সময় কারণ এর বাজার এখন অনেকটাই কম । ক্রিপ্টোকারেন্সি বাজার কখনো এক জায়গায় অবস্থান করে না তাই ভবিষ্যতে এর দাম অবশ্যই বৃদ্ধি পাবে । আর তাই আপনি চাইলে পলকা ডট ইনভেস্ট করতে পারেন।

2
এ ফোরামে রেঙ্ক নির্ধারিত হয় মূলত পোষ্টের সংখ্যা বিবেচনায়। কে কত টি পোস্ট করেছে এর উপর নির্ধারণ কোরে ফোরাম ইউজাররা তাদের নিজ নিজ রেঙ্কে অবস্থান করে।ফোরামে পোষ্ট সংখ্যা 50 হলে সে জেআর মেম্বার, 100 হলে ফুল মেম্বার এবং 250 টি পোস্ট হলে সে এসআর মেম্বার রেঙ্ক ধারি হয়।

ফোরাম ইউজাররা নিয়মিত ফোরামের পাশে থাকুন। নতুন নতুন পোস্ট তৈরী করুন এবং নিজেদের রেঙ্ক বাড়ান।  ধন্যবাদ

3
ক্রিপ্টোকারেন্সি বাজার ঊর্ধ্বমুখী। তাই শুধু ডগি কয়েন নয়, আমার মনে হয় সব কয়েনের দাম কম বেশি বৃদ্ধি পাবে। তাই কেউ যদি ট্রেডিং করতে চান এখনই উপযুক্ত সময় কয়েন কিনে হোল্ড করে রাখুন। বিশেষ করে ডগি কয়েন কারণ এ কয়েন বর্তমান সময়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আর আমার মনে হয় কয়েন এর জনপ্রিয়তা বৃদ্ধি মানে কয়েনের দাম বৃদ্ধি।

4

5
সিনিয়র মানে কিছুটা হলেও অভিজ্ঞ। তাই আমরা যারা ফোরামে নতুন তাদের উচিত সিনিয়র ভাইদের পোস্ট গুলো ফলো করা এবং সেখান থেকে নতুন কিছু জানা এবং সেই মোতাবেক পোস্ট করা। তাই সিনিয়র ভাইদের বলব আপনারা বেশি বেশি তথ্যবহুল পোস্ট করে আমার মত নতুনদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিস্তর জানার কত তৈরি করে দেবেন। ধন্যবাদ

6
ক্রিপ্টো বাজারে বর্তমানে সমস্ত কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। এর দরুন চেইন লিংক কয়েনের দামও বৃদ্ধি পেয়েছে। 2019 -20 সালে কয়েন গুলোর দাম যত ছিল বর্তমানে সেই কয়েন গুলোর দাম চার থেকে পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করতেই পারি সামনের বছর গুলোতে কয়েন গুলোর দাম আরো বৃদ্ধি পাবে। তাই যারা যারা কয়েন ট্রেডিং করতে চান আপনারা বেশি করে কয়েন ট্রেড করে রাখতে পারেন।


7
ক্রিপ্টো মার্কেটের সবচাইতে দামি কয়েন হচ্ছে বিটকয়েন যেটি বর্তমানে রেকর্ড দামে অবস্থান করছে। ক্রিপ্টোকারেন্সি আরেকটি জনপ্রিয় করেন হচ্ছে ইথেরিয়াম, ইথেরিয়াম এর দামও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এ দুটি কয়েন এর পাশাপাশি মানে বিএনবি কয়েন বর্তমানে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে।

8
বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে দামী এবং জনপ্রিয় কয়েন। এ কয়েনের দাম দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে এর দাম মানুষের কল্পনা কেও ছাড়িয়ে যাবে। কিছুদিন আগেও এ কয়েনের দাম 40 হাজার ডলারের আশেপাশে ছিল কিন্তু বর্তমান সময়ে এর দাম 67, 68 হাজার ডলারের আশেপাশে অবস্থান করছে। আশা করা যায় এ কয়েন এর দাম 2022-২৩ সালের ভেতর এক লক্ষ ডলারে পৌঁছাবে।

9
ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে দামি কয়েন হচ্ছে বিটকয়েন। এ কয়েন নিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ব্যাপক পরিমাণে এ কয়েন নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই বলছে বিটকয়েন কিছুদিনের মধ্যেই নাকি বাংলাদেশ বৈধতা পাবে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেয়ার মতো এখনো কোনো সুযোগ সৃষ্টি হয়নি। কারণ ক্রিপ্টোকারেন্সি তে এমন অনেক সাইট আছে যেখান থেকে অর্থ আদান-প্রদান করলে তৃতীয় কোনো পক্ষ সেই অর্থের কোন হদিস পায় না এবং কি আদান-প্রদানের জন্য কোন রেকর্ডসও থাকেনা। যার দরুন বাংলাদেশ সরকার যদি ক্রিপ্টোকারেন্সি কে বৈধতা দেয় তাহলে অনেক শিল্প প্রতিষ্ঠান সরকারকে সঠিকভাবে তাদের কর প্রদান করবে না। তাছাড়াও কারেন্সি বৈধ করা হলে দেশেতে মুদ্রা পাচার হওয়ার খুব সুন্দর একটি পথ তৈরি হয়।

10
কোন জিনিসের চাহিদা একটু বেশি হলে এর ডিমান্ড একটু বেশি হবে এটাই স্বাভাবিক। আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যত উন্নয়ন হবে এর ট্রানজেকশন ফি তত বাড়তে থাকবে। কেননা তখন মানুষ মূল্যবৃদ্ধির কারণে তাদের কয়েন গুলো অধিক পরিমাণে ট্রানজেকশন করবে। তখন সুবিধাবাদী ট্রানজেকশন অ্যাপস মালিকরা কয়েনের ট্রানজেকশন ঘটাতে অধিক পরিমাণে গ্যাস ফি সংযুক্ত করবে।

11
কেউ যদি দীর্ঘ মেয়াদী হোল্ড  করতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সম্পূর্ণ  ধারণা থাকতে হবে । আপনার যদি  ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে আপনি হোল্ড করে লাভবান হতে পারবেন না । ক্রিপ্টোকারেন্সি বাজার শেয়ার মার্কেট এর মত এর দাম কখনো এক জায়গায় অবস্থান করো না  কখনো পাম্প করে আবার কখনো ডাম্প করেন । তাই আপনাকে 24 ঘন্টা ক্রিপ্টোকারেন্সি তে চোখ রাখতে হবে । আর একটা কথা আপনি যে কয়েন হোল্ড করবেন তা অবশ্যই ভালো মানের কয়েন হতে হবে । ধন্যবাদ সবাইকে ।

12
যতই দিন যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি বাজার ততোই উর্ধ্বগতি সম্পন্ন হচ্ছে । ক্রিপ্টোকারেন্সি তে বর্তমান সময়ে প্রত্যেকটি কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে । বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় কয়েন হচ্ছে বিটকয়েন যার মূল্য বেড়েই চলেছে । বিটকয়েনের সর্বোচ্চ মূল্য আজকে 68 হাজার ডলারের উপরে হয়েছিল । বিট কয়েনের মূল্য 2022 সালের মধ্যে এক লক্ষ ডলার অতিক্রম করবে বলে সবাই মনে করে ।এই বিট কয়েনের মূল্য এক সময় সবার ধারণা কে ছাড়িয়ে যাবে । বিটকয়েন সম্পর্কে আপনার কী ??

13
বিয়ের বাজার ক্রিপ্টোকারেন্সি পেশাকে সবাই ইনঅ্যাক্টিভ চোখে দেখে , সবাই মনে করে এটা অবৈধ রাস্তায় উপার্জিত টাকা ।  এটা মনে করার পিছনে বিশেষ কারণ রয়েছে । কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যাদের ধারনা নেই । সবাই মনে করে এত দ্রুত সময়ে একজন মানুষ কিভাবে এত টাকা উপার্জন করে । এটা হয়তো অবৈধ রাস্তায় উপার্জিত টাকা । যার কারণে বিয়ের বাজারে ক্রিপ্টোকারেন্সি তে যুক্ত লোকের অবহেলিত হতে হয় । ক্রিপ্টোকারেন্সি যখন বাংলাদেশের সবার মাঝে ছড়িয়ে পড়বে তখন আর এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ ।

14
 করোনার কারণে বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশের ওই অর্থনৈতিক অবস্থায় ধ্বস নেমেছে। এদেশে যখন অর্থনৈতিক অবস্থা একটু ভালোর দিকে এগুচ্ছিল তখন করোনাভাইরাস এর মত প্যানডেমিক সিচুয়েশন তৈরি হয় ।বাংলাদেশে এর জন্য অনেক মানুষ তার চাকরি হারায় ,অনেকে ব্যবসা বাণিজ্যে অনেক ক্ষতির সম্মুখীন হয় এতে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে। এখন ভাইরাসের প্রাদুর্ভাব অনেকাংশেই কম। আমরা আশা করছি দেশের অর্থনৈতিক অবস্থা আগের চাইতে অনেক ভালো হবে।

15
ক্রিপ্টোকারেন্সি তে সবচেয়ে জনপ্রিয় ও দামি কয়েন হচ্ছে বিটকয়েন। বিটকয়েনের বর্তমান যে দামে অবস্থান করছে এর আশেপাশে অন্য কোন কয়েনের দাম  নেই। বিটকয়েনের দাম বেশিরভাগ সময়ই বৃদ্ধি পেয়েছে, অনেক অল্প সময়ে রয়েছে যখন এর দাম কিছুটা কম ছিল। বর্তমানে এ কয়েন তার রেকর্ড দামে অবস্থান করছে। আজ অবধি এর দাম 68 হাজার 200 টাকার আশেপাশে ছিল। মনে হয় অল্প দিনের মধ্যে এর দাম এতটা বৃদ্ধি পাবে যে মানুষের কল্পনা কে ছাড়িয়ে যাবে।

Pages: [1] 2 3 ... 9
Bitcoin Garden 2013-2024, All rights reserved | Privacy Policy | DMCA | About Bitcoin Garden | Support & Services