Bitcoin Garden Forum

Local Cryptocurrency Discussion => Other Languages => Bengali Language => Topic started by: Nostoman on May 24, 2021, 03:18:55 PM

Title: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নিষ
Post by: Nostoman on May 24, 2021, 03:18:55 PM
কিছু রাশিয়ান কর্মকর্তা গার্হস্থ্য চুক্তি আইনের অধীনে অর্থ প্রদানের জন্য ক্রিপ্টোকারেন্সিকে অনুমতি দিতে চান।
রাশিয়ার আইন প্রণেতারা ক্রিপ্টোকারেন্সি প্রদানের উপর নিষেধাজ্ঞার দেশটির আংশিক উল্টোপাল্টকে ওজন করছে বলে জানা গেছে।

স্টেট বিল্ডিং অ্যান্ড আইন সম্পর্কিত রাশিয়ান ডুমা কমিটির চেয়ারম্যান পাভেল ক্র্যাশিনিন্নিকভ ঘোষণা করেছিলেন যে সরকার "চুক্তিভিত্তিক মাধ্যম" হিসাবে ক্রিপ্টো প্রদানের অনুমতি দেওয়ার জন্য নাগরিক আইন সংশোধন করার বিষয়ে বিবেচনা করছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন (https://cointelegraph.com/news/russian-officials-consider-partial-lift-on-crypto-payment-ban)
Title: Re: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নি&#
Post by: Dn.Salah706 on June 05, 2021, 01:47:27 PM
রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক অলরেডি ক্রিপ্টোকারেন্সি কে অবৈধ ঘোষণা করেছে এবং সকল প্রকার ক্রিপ্টোকারেন্সি বিষয়ক লেনদেন নিষেধ করেছে। তবে এর আগে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বিটকয়েন নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু অন্যান্য আনুষঙ্গিক কারণে নিষিদ্ধ হতে পারেন নি।
Title: Re: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নি&#
Post by: Oneplus on October 08, 2021, 03:47:45 AM
রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক অলরেডি ক্রিপ্টোকারেন্সি কে অবৈধ ঘোষণা করেছে এবং সকল প্রকার ক্রিপ্টোকারেন্সি বিষয়ক লেনদেন নিষেধ করেছে। তবে এর আগে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বিটকয়েন নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু অন্যান্য আনুষঙ্গিক কারণে নিষিদ্ধ হতে পারেন নি।


এসকল রাশিয়া ও অনন্য বড় বড় দেশ যেগুলো হয়েছে তারা ইতিমধ্যেই বিটকয়েন কে বৈধতা ঘোষণা করেছে আবার অবৈধ বলে ঘোষণা করেছে। যেমন চীন দেশ তারা বিটকয়েন কি অবৈধ ঘোষণা করে আবার বৈধ ঘোষণা করে তাই আবার রাশিয়া বিটকয়েন কে বৈধ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
Title: Re: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নি&#
Post by: lanjer50 on October 08, 2021, 01:11:33 PM
এটি আমার জানা ছিল না। আপনাকে আবাও ধন্যবাদ এত ভাল করে আলোচনা করার জন্য।
Title: Re: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নি&#
Post by: lanjer50 on October 09, 2021, 08:15:41 AM
রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক অলরেডি ক্রিপ্টোকারেন্সি কে অবৈধ ঘোষণা করেছে এবং সকল প্রকার ক্রিপ্টোকারেন্সি বিষয়ক লেনদেন নিষেধ করেছে। তবে এর আগে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বিটকয়েন নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু অন্যান্য আনুষঙ্গিক কারণে নিষিদ্ধ হতে পারেন নি।
বর্তমানে রাশিয়ার অবস্থান কি বিটকয়েন সম্পর্কে কারও কি জানা আছে থাকলে দয়া করে জানাবেন। আমি বেশ কিছুদিন আগে শুনেছিলাম তারা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বিমুখ।
Title: Re: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নি&#
Post by: Kmrul on October 11, 2021, 10:08:36 AM
এ বিষয়ে আমার জানা ছিলনা । সিনিয়র ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এরকম তথ্যবহুল পোষ্টের জন্য ।
Title: Re: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নি&#
Post by: Bony11 on October 11, 2021, 12:17:54 PM
এই তথ্যটি আমার সম্পূর্ণ অজানা ছিল।এই প্রথম আমি আপনার পোস্টটি পড়ে এই নিউজটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম তথ্যবহুল পোস্ট দেওয়ার জন্য।
Title: Re: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নি&#
Post by: Jomtin on October 12, 2021, 10:11:47 PM
ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। বিভিন্ন দেশে কর্মকর্তাদের বেতন ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে দেওয়া হয় এটা অবিশ্বাস্য কিছু নয়। যুগে যুগে প্রত্যেকটা দেশে ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে বেতন প্রদান করা হবে।
Title: Re: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নি&#
Post by: Dream on October 15, 2021, 09:40:07 PM
আমি নতুন আমার এ ব্যাপারে জানা নেই।
Title: Re: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নি&#
Post by: Pinso on October 16, 2021, 06:57:54 AM
এটি ক্রিপ্টোকারেন্সি প্রেমীদের জন্য সুখবর। কারণ এরকম নিউজ সব দেশে বিরল।
Title: Re: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নি&#
Post by: Brown on October 16, 2021, 07:14:27 AM
বুঝি না কেউ বুঝিয়ে দিলে উপকৃত হব।
Title: Re: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নি&#
Post by: Pinso on October 16, 2021, 07:15:45 AM
বুঝি না কেউ বুঝিয়ে দিলে উপকৃত হব।
ভালভাবে পড়ুন আশা করি বুঝতে পারবেন। কারণ এখানে বিস্তারিত বলা আছে।
Title: Re: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নি&#
Post by: Pinso on October 16, 2021, 07:16:27 AM
আমি নতুন আমার এ ব্যাপারে জানা নেই।
এই টপিকটা ভালোভাবে গুরুত্ব সহকারে পড়ুন। এখানে রাশিয়ার কর্মকর্তাদের  ক্রিপ্টোকারেন্সি প্রদান করার কথা বলা হয়েছে
Title: Re: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নি&#
Post by: Lokhej on October 27, 2021, 05:09:06 PM
কিছু রাশিয়ান কর্মকর্তা গার্হস্থ্য চুক্তি আইনের অধীনে অর্থ প্রদানের জন্য ক্রিপ্টোকারেন্সিকে অনুমতি দিতে চান।
রাশিয়ার আইন প্রণেতারা ক্রিপ্টোকারেন্সি প্রদানের উপর নিষেধাজ্ঞার দেশটির আংশিক উল্টোপাল্টকে ওজন করছে বলে জানা গেছে।

স্টেট বিল্ডিং অ্যান্ড আইন সম্পর্কিত রাশিয়ান ডুমা কমিটির চেয়ারম্যান পাভেল ক্র্যাশিনিন্নিকভ ঘোষণা করেছিলেন যে সরকার "চুক্তিভিত্তিক মাধ্যম" হিসাবে ক্রিপ্টো প্রদানের অনুমতি দেওয়ার জন্য নাগরিক আইন সংশোধন করার বিষয়ে বিবেচনা করছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন (https://cointelegraph.com/news/russian-officials-consider-partial-lift-on-crypto-payment-ban)
গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
Title: Re: রাশিয়ার কর্মকর্তারা ক্রিপ্টো প্রদান নি&#
Post by: Apon3333 on October 28, 2021, 05:30:08 AM
আরো নতুন কোন ইনফরমেশন থাকলে আমাদের শীঘ্রই জানাবেন ধন্যবাদ মহোদয় সাহেব।